Saturday, 12 December 2015

ENG

Toggle navigationপ্রচ্ছদ সমগ্র বাংলাদেশ ক্লাসিফাইডস ব্লগ মতামত টিউব

কুমিল্লার ভাগ্য ভালো: সাকিব

ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2015-12-12 19:57:45 BdST

প্রথম কোয়ালিফায়ারে বড় ব্যবধানে হারের পর রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান মেনে নিয়েছেন, ভালো খেলেননি তারা। একই সঙ্গে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার মনে করছেন, তাদের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভাগ্যটা খুব ভালো ছিল।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে কুমিল্লার কাছে ৭২ রানে হারে রংপুর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব জানান, পুরো ম্যাচেই বাজে খেলেছেন তারা।

“আমার কাছে সবচেয়ে বেশি যেই জিনিসটা মনে হচ্ছে, ওরা খুব লাকি ছিল। যেভাবে ইচ্ছা ব্যাট চালিয়েছে, যেটা ব্যাটে লাগেনি নাই সেটা (ব্যাট কানা) মিস করে গেছে। যেটা ব্যাটে লেগেছে সেটা গ্যাপে পড়ছে অথবা বাউন্ডারি হয়ে গেছে।”

অলরাউন্ডারসহ পাঁচ স্পিনার নিয়ে কুমিল্লার বিপক্ষে খেলেছিল। উইকেটে স্পিনারদের জন্য বেশ সহায়তাও ছিল, সেই সুবিধা নিতে না পারার হতাশা সাকিবের কণ্ঠে।

“অবশ্যই আমরা ভালো বোলিং করিনি। পুরো ম্যাচে ভালো কিছু করেছি সেটা বলা যাবে না।”

নিজেদের বোলিংয়ের সমালোচনা করলেও অর্ধশতক করা ইমরুল কায়েসের প্রশংসা করতে ভুলেননি সাকিব।

“অবশ্যই ইমরুল ভালো ব্যাটিং করেছে। তাই শুরুতেই ওরা ভালো একটা গতি পেয়েছে। তারপরে যারা এসেছে তারা ধারা বজায় রাখতে পেরেছে। অন্য দিকে আমরা সঠিক বোলিং করতে পারিনি। এই উইকেটে স্পিনারদের যতটা ভালো বোলিং করা দরকার ছিল সেটা করতে পারিনি।”

কুমিল্লার কাছে হারলেও ফাইনালে খেলার আশা বেঁচে আছে রংপুরের। আবার মাশরাফি বিন মুর্তজাদের মুখোমুখি হতে রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততে হবে সাকিবের দলকে।

“শেষ তিন ম্যাচ আমরা ভালো ক্রিকেট খেলেছি। একটা বাজে দিন যেতেই পারে। টি-টোয়েন্টি খেলাটাই এ রকম। কালকে আরেকটা সুযোগ আছে। আমাদের নিশ্চিত করতে হবে যে, আমরা যেন কালকের জন্যে প্রস্তুত থাকি।”

ঢাকা ডায়নামাইটস-বরিশাল বুলসের মধ্যে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে রংপুর।

'" frameborder="0" scrolling="no" height="250px" width="300px">

আরও পড়ুন

বাজে শটের আক্ষেপ সাকিবের

সাকিবের রংপুরকে উড়িয়ে ফাইনালে মাশরাফির কুমিল্লা

মাশরাফির নেতৃত্বে মুগ্ধতা নিয়ে ফিরে যাচ্ছেন রাসেল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে

আরও »

Disclaimer & Privacy Policy | About us | Contact us |Advertisement | Subscription | bdnews24.com Apps

Copyright © Bangladesh News 24 Hours Limited All Rights Reserved



http://bn.mtnews24.com/binodon/29979